কি সেবা কিভাবে পাবেন
কৃষি তথ্য সার্ভিস বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আধুনিক লাগসই কৃষি তথ্য ও প্রযুক্তি সহজ সরল ও সাবলীলভাবে অভীষ্ট দলের কাছে পৌছানোর ব্যবস্থা করে থাকে।সংস্থাটি তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সনাতনী কৃষি ব্যবস্থার গুণগত ও পরিমাণগত উন্নয়নে বদ্ধপরিকর। এ উদ্দেশ্যেকে বাস্তবায়নের নিমিত্তে প্রতিষ্ঠানটি নিম্নরূপ সেবা প্রদান করে থাকে।
কৃষি তথ্য সার্ভিস কর্তৃক প্রদত্ত সেবাসমূহ:
১. প্রিন্ট মিডিয়া:
১.১ কৃষিকথা: বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী কৃষি বিষয়ক মাসিক পত্রিকা ‘কৃষিকথা’র গ্রাহক করা।গ্রাহক হওয়ার জন্য আঞ্চলিক কৃষি তথ্য অফিসারের কার্যালয়ে সরাসরি অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র মাধ্যমে কৃষি তথ্য সার্ভিসে যোগাযোগ করতে হবে।মাথাপিছু ১ বছরের গ্রাহক ফি-৫০ টাকা।
১.২ সম্প্রসারণ বার্তা: কৃষি তথ্য সার্ভিস’র সদর দপ্তর থেকে প্রকাশিতকৃষিতথ্যওপ্রযুক্তি সম্বলিত খবরভিত্তিক মাসিক বিভাগীয় বুলেটিন কৃষি সংশ্লিষ্ট সরকারি বেসরকারি অফিসে বিনামূল্যে বিতরণ করা হয়।
১.৩ কৃষি ডাইরি: কৃষি তথ্য সার্ভিস’র সদর দপ্তর থেকে প্রকাশিত ‘কৃষি ডাইরি’ সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়।
এছাড়া কৃষি তথ্য সার্ভিসসহকৃষি মন্ত্রণালয়ের অন্যান্য সহযোগী সংস্থা কর্তৃক সরবরাহকৃত যাবতীয় প্রকাশনা যেমন- বই, বুকলেট, জার্নাল, প্রতিবেদন, পোস্টার, লিফলেট, ফোল্ডার, স্টিকার সংস্থাটির আঞ্চলিক অফিস থেকে বিনামূল্যে বিতরণ করা হয়।
২. ইলেকট্রনিক মিডিয়া:
২.১ বেতার কার্যক্রম:
২.১.১ কৃষি তথ্য সার্ভিস’র আঞ্চলিক অফিস’র সার্বিক সহযোগিতায় বাংলাদেশ বেতার, বরিশাল কেন্দ্র থেকে সপ্তাহে ৫দিন (রবি ও বুধবার বাধে) বিকাল ৩:১৫ ঘটিকায় কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান ‘চাষবাস’ সম্প্রচারিত হয়।
২.১.২ প্রতিদিন দুপুর ২:০৫ ঘটিকায় প্রচারিত সংবাদের কৃষি বিষয়ক কনটেন্ট আঞ্চলিক অফিস খেকে সরবরাহ করা হয়।
২.১.৩ কৃষি তথ্য সার্ভিস’র বরিশাল অঞ্চল’র আওতাধীন বরগুনা জেলার আমতলী উপজেলায় একটি কমিউনিটি রেডিও স্থাপিত হয়েছে যা কৃষি রেডিও-এফএম ৯৮.৮ নামে সুপরিচিত।সকাল, দুপুর ও সান্ধ্যকালীন মিলিয়ে প্রতিদিন ৮ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে কৃষি রেডিও থেকে।
২.২ টেলিভিশন: বরিশাল অঞ্চলের জনগণ বিটিভি থেকে সম্প্রচারিত ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠান সপ্তাহে ৬ দিন এবং ‘বাংলার কৃষি’ অনুষ্ঠান প্রতিদিন সকাল ৭টা ১৫মিনিটে উপভোগ করতে পারবেন।
২.৩ কৃষি প্রামাণ্য চিত্র:
সিনেমা ভ্যানের মাধ্যমে কৃষি তথ্য ও প্রযুক্তিভিত্তিক স্পট, ফিলার, ফিল্ম প্রদশন করে জনগণকে উদ্বুদ্ধ করা হয়।
৩. আইসিটি (ই-কৃষি)
৩.১ কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি): বরিশাল অঞ্চল’র ১৮ টি আইপিএম/আইসিএম ক্লাবে এআইসিসি পরিচালনার মাধ্যমে কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে যুগোপযোগী, আধুনিক এবং সহজতর পদ্ধতির সূত্রপাত করা হয়েছে। এসব এআইসিসিতে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মডেম, প্রিন্টার, ক্যামেরা, মাল্টিমিডিয়া সামগ্রী সরবরাহ করা হয়েছে।
৩.২ আইসিটি ল্যাব: বরিশাল আঞ্চলিক অফিসে ২৫টি কম্পিউটার সম্বলিত আইসিটি ল্যাব স্থাপন করা হয়েছে।
৩.৩ মোবাইলভিত্তিক কৃষি তথ্য সেবা: কৃষি তথ্য সার্ভিস ও প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের যৌথ উদ্যোগে স্থাপন করা হয়েছে ‘কৃষি কল সেন্টার’। ১৬১২৩ নম্বরে কল করে এ সেন্টার থেকে বিনা খরচে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সমস্যার সমাধান পাওয়া যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS