Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

কৃষি তথ্য সার্ভিস প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও আইসিটির মাধ্যমে কৃষি তথ্য ও প্রযুক্তি বিভিন্ন আঙ্গিক ও কৌশলে উপস্থাপন করে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধ করা এবং জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে দৃঢ়প্রতিজ্ঞ।

সেবা প্রদান কার্যক্রম নিম্নরূপ:

সেবা/কাজ

সেবাদান পদ্ধতি

সময়কাল

নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী

প্রিন্টিং মিডিয়া


মাসিক ‘কৃষিকথা’র গ্রাহক সংগ্রহ

মাথাপিছু ৫০ টাকার বিনিময়ে ১ বছরের জন্য গ্রাহক হতে হয়

কার্যদিবস

টেকনিক্যাল পার্টিসিপেন্ট

কৃষি তথ্য ও প্রযুক্তি সম্বলিত খবরভিত্তিক মাসিক বিভাগীয় বুলেটিন ‘সম্প্রসারণ বার্তা’ বিতরণ

কৃষি সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করা হয়

সদর দপ্তর থেকে প্রাপ্তি সাপেক্ষে সরকারী ডাকযোগে

টেকনিক্যাল পার্টিসিপেন্ট

কৃষি ডাইরি (বাৎসরিক)

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়

সদর দপ্তর থেকে প্রাপ্তি সাপেক্ষে প্রতি কার্যদিবসে তাৎক্ষনিক

আরএআইও/হিসাব সহকারী



কৃষি বিষয়ক বইবুকলেটপ্রতিবেদনপোস্টারলিফলেটফোল্ডারস্টিকার বিতরণ 


বিনামূল্যে বিতরণ করা হয়

কার্যদিবসে তাৎক্ষনিক

আরএআইও/টেকনিক্যাল পার্টিসিপেন্ট

কৃষি বিষয়ক সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি

তাৎক্ষনিক

আরএআইও/টেকনিক্যাল পার্টিসিপেন্ট

ইলেকট্রনিক মিডিয়া:


বাংলাদেশ বেতার, বরিশাল কেন্দ্র থেকে সম্প্রচারিত কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান ‘চাষবাস’

ডেটচাট সম্পন্ন করা এবং কথক নির্বাচনে সহযোগিতা করা

প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে পরবর্তী মাসের ডেটচাট সম্পন্ন করা

আরএআইও/টেকনিক্যাল পার্টিসিপেন্ট

চাষী/বিশেষজ্ঞ সাক্ষাৎকার

ভিডিও ধারণ ও ছবি তুলে কৃষি তথ্য সার্ভিসে প্রেরণ

তাৎক্ষনিক

আরএআইও/টেকনিক্যাল পার্টিসিপেন্ট/লাইটিং এসিস্ট্যান্ট

কৃষি তথ্য ও প্রযুক্তিভিত্তিক স্পট, ফিল্ম, ফিলারের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা

সিনেমা ভ্যানের মাধ্যমে

সান্ধ্যকালীন

অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর

আইসিটি (-কৃষি)


এআইসিসি’র মাধ্যমে কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তার

আইসিটিতে প্রশিক্ষণপ্রাপ্ত আইপিএম/আইসিএম ক্লাবের সদস্যদের মাধ্যমে

এআইএস ও এআইসিসি কর্তৃক নির্ধারিত সময়

আরএআইও/টেকনিক্যাল পার্টিসিপেন্ট

কৃষি কল সেন্টার

১৬১২৩ নম্বরে কল করলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সমস্যার সমাধান পাওয়া যায়।

কার্যদিবস

এআইএস’র সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা

সংস্থাপন  হিসাব শাখা


এ কার্যালয়ের নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা, যাতায়াত ভাতা, ভ্রমণভাতা বিষয়ক আনুষঙ্গিক আর্থিক কার্যক্রম সম্পাদন।

বিল প্রস্তুতপূর্বক বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অফিসে প্রেরণ করতঃ চেক সংগ্রহের মাধ্যমে।

প্রতিমাসের ০১ তারিখের মধ্যে। অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে।

আরএআইও/হিসাব সহকারী

অফিস বাজেটসহ অন্যান্য আর্থিক কার্যক্রম সম্পাদন

প্রাপ্ত বরাদ্দের ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান প্রতিপালন সাপেক্ষে কার্যক্রম সম্পন্ন।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে।

এ কার্যালয়ের ৩য়/৪র্থ শ্রেণির কর্মচারীদের সার্ভিস বই সংরক্ষণ

শাখায় সংরক্ষণ

সবসময়

হিসাব সহকারী


ফোকাল পয়েন্টআঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক অফিস, বরিশাল

                        ফোন: ০২৪৭-৮৮৬৬২০৬

                         ই-মেইল: barisal@ais.gov.bd