০১. বোরো ধান ৮০% পরিপক্ক হলে দ্রুত সংগ্রহ করে ফেলুন।
০২. মুগডাল পরিপক্ক হলে সংগ্রহ করে ফেলুন।
০৩. নিরাপদ স্থানে কর্তিত ফসল সরিয়ে নিতে না পারলে, জমিতে কাটা ফসলের গাদা তৈরি করুন এবং পলিথিন দিয়ে ঢেকে রাখুন যাতে প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতি না হয়।
০৪. যত তাড়াতাড়ি সম্ভব পরিপক্ক সবজি ও ফল সংগ্রহ করুন।
০৫. সেচ নালা পরিষ্কার রাখুন যাতে ফসলের জমিতে পানি জমে না থাকে।
০৬. জমির আইল উঁচু করে দিন যাতে পানির ¯্রােতে দন্ডায়মান ফসল ক্ষতিগ্রস্ত না হয়।
০৭. সেচ সার, বালাইনাশক প্রয়োগ বন্ধ রাখুন।
০৮. খামারের সমস্ত পণ্য নিরাপদ স্থানে রাখুন
০৯. আখের দন্ডায়মান ঝাড় বেঁধে রাখুন, ফল গাছ বিশেষ করে কলা গাছের জন্য খুঁটির ব্যবস্থা করুন।
১০. পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে রাখুন যাতে ভারী বৃষ্টির কারণে মাছ বের হয়ে যেতে না পারে।
১১. গবাদি পশু এবং হাঁস-মুরগি নিরাপদ এবং শুকনো জায়গায় রাখতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS