Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
মাদারীপুরে বারি উদ্ভাবিত ডাল ফসলের উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): মাদারীপুরে বারি উদ্ভাবিত ডাল ফসলের আধুনিক উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর শহরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের হলরুমে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ড. মো. ছালেহ উদ্দিন। বৈজ্ঞানিক কর্মকর্তা প্রিয়াংকা চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, এসও শাহিন মাহমুদ প্রমুখ।


প্রধান অতিথি ড. মো. কামরুল হাসান বলেন, ডাল পুষ্টিকর খাবার। দেহে আমিষের যোগান দেয়। আরো আছে নানান উপকারিতা। এসব কথা ভেবে এর উৎপাদন বাড়াতে হবে। আর এজন্য দরকার বারি উদ্ভাবিত জাত ব্যবহার। প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি কৃষকের মাঝে বিনামূল্যে ডাল বীজ ও সার বিতরণ করেন।

Images
Attachments
Publish Date
17/11/2022
Archieve Date
16/11/2023