নাহিদ বিন রফিক (বরিশাল): মাদারীপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের(এনএটিপি) রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শহরের হর্টিকালচার সেন্টারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এ উপলক্ষে এক উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই ফরিদপুরের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার খাঁ।
মাদারীপুর সদরের উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই পিরোজপুরের উপপরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, গোপালগঞ্জের উপপরিচালক ড. অরবিন্দ কুমার রায়, মাদারীপুরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মাদারীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম আহমেদ, ডিএই মাদারীপুরের অতিরিক্ত উপপরিচালক দিগ বিজয় হাজরা। ফরিদপুর সদরের উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন, ভান্ডারিয়া কৃষি সম্প্রসারণ অফিসার মো. রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ২০৪১ সালে উন্নত দেশ গড়ায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এর সহায়ক হিসেবে আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। এজন্য দরকার উন্নত প্রযুক্তি ব্যবহার এবং পণ্যের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনাসহ কৃষির অন্যান্য কাজের আধুনিকায়ন। আর তা সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে হবে। তাহলেই দেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।
কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১শ ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS