নাহিদ বিন রফিক (বরিশাল) : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে কৃষি সিনেমা এবং কুইজ প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে।
গতকাল (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খেজুরতলায় কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এ উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মো. তৌফিকুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাখরকাঠি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি প্রদীপ ঘোষ এবং সাধারণ সম্পাদক পারভীন আক্তার। অনুষ্ঠানে শতাধিক দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুইজ বিজয়ের হলেন- কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সদস্য মুন্নি আক্তার, সমাপ্তি রানী, তুলসী রানী, বিশ্বজিৎ ঘোষ, পারভীন আক্তার, প্রদীপ ঘোষ, সাগর ঘোষ এবং ফাল্গুনী রানী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS