নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তি বিষযক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ (২ জুন) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (আরএআরএস) ভাসমান বেডে সবজি ও মসলা চাষ, গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের উদ্যোগে এই মাঠদিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের পরিচালক ড. মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আরএআরএস’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।
বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক, পটুয়াখালীর আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। অনুষ্ঠানে ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাটির কৃষি জলের পাশাপাশি এখন বায়ুতেও সম্প্রসারিত হচ্ছে। অভাবনীয় সফলতার কারণেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে বাড়তি মানুষের খাবার যোগাতে ফসলের উৎপাদন আরো বাড়ানো দরকার। এজন্য পতিত জমি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে জলাবদ্ধ স্থানগুলো কাজে লাগানো যেতে পারে। সেখানে ভাসমান বেড তৈরি করে আবাদ করতে হবে শাকসবজি এবং মসলাসহ অন্যান্য ফসল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS