Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরিশালে ভার্মিকম্পোস্ট উৎপাদনে কৃষক প্রশিক্ষণ
Details

নাহিদ বিন রফিক (বরিশাল) : বরিশালে ভার্মিকম্পোস্ট উৎপাদনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিনার মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজিজুল হক, আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের আঞ্চলিক হাব ম্যানেজার হীরা রাল নাথ এবং কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম। সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।

বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনার সদরদপ্তরের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রীমা আশরাফী, বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদ আল নূর, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। প্রশিক্ষণে বরিশাল সদর, বাবুগঞ্জ ও উজিরপুরের ক্ষুদ্রউদ্যোক্তা এবং কৃষক মিলে ৪০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। পরে ৪ জন কৃষকের মাঝে ভার্মিকম্পোস্ট তৈরির বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. আবুল কালাম আজাদ বলেন, জৈব পদার্থ মাটির হার্ট। অথচ বিভিন্ন কারণে জমির মাটিতে এর পরিমাণ কমে যাচ্ছে। যেখানে শতকরা ৫ ভাগ থাকার কথা, কোথাও কোথাও সেখানে ১ভাগও নেই। তাই এর পরিমাণ বাড়ানো দরকার। তা না হলে একসময় মাটির উর্বরতাা শক্তি নষ্ট হয়ে যাবে। এজন্য প্রতিবার ফসল আবাদের সময় পরিমাণমতো জৈবসার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে ভার্মিকম্পোস্ট উৎকৃষ্ট। এটি এমন এক সার, যার মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদান বিদ্যমান থাকে।

Images
Attachments
Publish Date
16/01/2025
Archieve Date
15/01/2026