নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে ব্রি উদ্ভাবিত হাইব্রিড ধান বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর জেলার বাবুগঞ্জ উপজেলার পাংশায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুহম্মদ আশিক ইকবাল খান। উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর প্রিয় লাল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর উজ্জ্বল কুমার নাথ, হাইব্রিড ধান বিশেজ্ঞ ওয়ান ফা জুন, ইয়ান সু জি, লিউ ইউ পিং।
বৈজ্ঞানিক কর্মকর্তা তমালিকা সাহার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রি গাজীপুরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আফছানা আনছারী, হাইব্রিড ধান উৎপাদনকারী মো. জালাল আকন, প্রদর্শনীচাষি মো. আলতাফ হোসেন প্রমুখ। মাঠ দিবসে ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রেজোয়ান বিন হাফিজ, বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সায়েম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকসহ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ধানের অধিক ফলন পেতে হাইব্রিড জাতের বীজ ব্যবহারের কোনো বিকল্প নেই। এতে একদিকে যেমন বেশি পরিমাণে উৎপাদন পাওয়া যায়। অন্যদিকে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবার সুযোগ পায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS