Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জাত পরিচিতি বিষয়ক কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জনপ্রিয় জাত পরিচিতি ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৯ অক্টোবর) শহরতলী বাবুগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. ইকরাম-উল-হক এবং ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। সঞ্চালক হিসেবে ছিলেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার। অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার এবং কৃষি সম্প্রসারণ অফিসার মিলে ৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিনার উদ্ভাবিত ফসলের বেশ কয়েকটি জাত দক্ষিণাঞ্চলের জন্য বেশ উপযোগি। এগুলো মাঠে প্রয়োগ করলে কৃষকরা লাভবান হবেন। তাই এগুলো সম্প্রসারণ করা খুবই জরুরি।

Images
Attachments
Publish Date
14/10/2024
Archieve Date
13/10/2025