Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরিশালে বিনাধান-২৪’র মাঠদিবস অনুষ্ঠিত
Details


নাহিদ বিন রফিক (বরিশাল): বিনাধান-২৪’র মাঠদিবস ৮ মে বরিশালের রহমতপুরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এর ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।

বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিমিট বাংলাদেশে বরিশাল অঞ্চলের হাব ম্যানেজার হীরা লাল নাথ, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোহা. আব্দুর রউফ, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদ আল নূর তুষার, সিমিটের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রমুখ।

মাঠদিবসে বাবুগঞ্জের অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিনাধান-২৪ বোরো মৌসুমের জন্য একটি ইনব্রিড জাত। এর গাছ শক্ত এবং খাটো হওয়াতে সহজে হেলে পড়ে না। ডিগপাতা বড় ও খাড়া হয়। পরিপক্ক অবস্থায় গাছ সবুজ থাকে। এর জীবনকাল ১৪০ থেকে ১৫০ দিন। হেক্টরপ্রতি ফলন ৭.৫ টন প্রায়। তবে উত্তম চাষ ব্যবস্থাপনায় আরো বেশি ফলন পাওয়া সম্ভব। তাই এই জাতের ধান কৃষকের আশীর্বাদ।

Images
Attachments
Publish Date
09/05/2025
Archieve Date
08/05/2026