Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরিশালে বসতবাড়ির আঙ্গিনায় জলবায়ুসহিষ্ণু ফসল আবাদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে দক্ষিণাঞ্চলের বসতবাড়ির আঙ্গিনায় জলবায়ুসহিষ্ণু ফসল আবাদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) বরিশালের কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই পিরোজপুরের উপপরিচালক ড. মো. নজরুল ইসলাম শিকদার। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. একরামুল হক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহাবুব রব্বানী, বরগুনার উপপরিচালক ড. আবু সৈয়দ মো. জোবায়দুল আলম, পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, প্রকল্প পরিচালক ড. মো. আকরাম হোসেন চৌধুরী, ভোলার উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবির, বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান, পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি, নেছারাবাদে উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ প্রমুখ।


প্রধান অতিথি বলেন, বরিশাল অঞ্চলে প্রায় ১৫ লাখ কৃষক পরিবার রয়েছে, যাদের একটি অংশকে নিয়ে এই প্রকল্পের কার্যক্রম। এ এলাকাগুলোতে বেশ কিছু অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান করা রয়েছে। এখানে উদ্যানতাত্বিক বিভিন্ন ফসল আবাদ হয়ে থাকে। এর মাধ্যমে পুষ্টির চাহিদা পুরণের পাশাপাশি অর্থেরও সংস্থান হয়। তাই প্রকল্পের আওতা বহির্ভূত কৃষক পরিবারগুলোকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আরো বেশি পুষ্টি বাগান স্থাপন দরকার। পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পগুলো পতিত জমিতে এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এতে নিরাপদ পুষ্টিসমৃদ্ধ খাদ্যর যোগান অনেকটই নিশ্চিত হবে।। দিনব্যাপি এই সেমিনারে কৃষি সংশ্লিষ্ট ৫৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Images
Attachments
Publish Date
16/05/2023
Archieve Date
15/05/2024