Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরিশালে ফল মেলা অনুষ্ঠিত
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): দেশি ফল বেশি খাই- আসুন, ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে তিনদিনের ফল মেলা ২৭ জুন শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) আয়োজিত এই মেলা উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

ডিএইর উপপরিচালক মোসাম্মৎ মরিয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। অনুষ্ঠানে অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মুসা ইবনে সাঈদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম, মেট্টোপলিটন কৃষি অফিসার জয়ন্তি এদবর, উজিরপুরের উপজেলা কৃষি অফিসার কপিল বিশ্বাস, হিজলার কৃষি সম্প্রসারণ অফিসার শামীম আফ্রিদি, মুলাদীর কৃষি সম্প্রসারণ অফিসার মো. হারুন-উর-রশিদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

মেলায় ৫টি স্টল স্থান পায়। মেলার প্রদর্শিত হরেক রকমের দেশি-বিদেশি ফলের সমারোহ দেখে আগত দর্শণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

Images
Attachments
Publish Date
29/06/2025
Archieve Date
28/06/2026