নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বসতবাড়ির আঙিনায় স্থাপিত বাগানের মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ কৃষিতে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ মে) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএইর অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন ডিএইর সদরদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের উপপরিচালক ড. শাখাওয়াত হোসেন শরীফ। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাহবুব রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম।
সেনিমারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার, ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বরগুনার উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সেনিমারে প্রধান অতিথি বলেন, আমাদের খাদ্যাভাস পরিবর্তন করা দরকার। শুধু পেট ভরে খেলেই হবে না। তা যেন পুষ্টিসমৃদ্ধ হয়, সেদিকে অবশ্যই নজর রাখা চাই। এজন্য বসতবাড়ির আঙ্গিনাকে কাজে লাগাতে পারি। সেখানে পরিকল্পিতভাবে ফল-সবজি আবাদের মাধ্যমে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS