Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরিশালে নারিকেলের সাদামাছি দমন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে নারিকেলের সাদামাছি দমন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে রহমতপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের হল রুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত। বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএআরআইর কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কোহিনুর বেগম এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এটিএম হাসানুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কফিল উদ্দিন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আনওয়ারুল মোনিম, বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম রাকিবুল হাসান ফেরদৌস, বৈজ্ঞানিক কর্মকর্তা রাজি উদ্দিন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বাবুগঞ্জের কৃষক আল ইসলাম প্রমুখ। বিএআরআইর কীটতত্ত্ব বিভাগ এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন আয়োজিত এই প্রশিক্ষণে ৩০ (ত্রিশ) জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নারিকেলে সাদামাছির আক্রমণ হলে কীভাবে দমন করতে হয়, সে বিষয়ে কৃষকদের হাতে-কলমে শেখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারিকেল অর্থনিতৈক ফল ফসল। কিন্তু কিছু রোগ ও পোকার কারণে এর ফলন কমে যায়। এর মধ্যে সাদামাছি অন্যতম। তবে প্রথমিক অবস্থায় ব্যবস্থা গ্রহণ করলে পোকার আক্রমণ হতে নিস্তার পাওয়া সম্ভব।

Images
Attachments
Publish Date
01/06/2025
Archieve Date
31/05/2026