নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর নগরীর ব্রি সম্মেলনকক্ষে ডিএইর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান। ডিএই পিরোজপুরের উপপরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রকল্পের মনিটরিং অফিসার মো. তাজুল ইসলাম।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান, পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, বিএডিসির যুগ্মপরিচালক ড. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনন্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিরিন আক্তার জাহান, পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. খায়রুল ইসলাম মল্লিক, বরিশালের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান, সহকারি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদার, ডিএই বরগুনার অতিরিক্ত উপপরিচালক সি এম রেজাউল করিম, ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার এএফএম শাহাবুদ্দিন, মঠবাড়িয়ার উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, ভান্ডারিয়ার কৃষক কবির শিকদার প্রমুখ। কর্মশালায় কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষক মিলে শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যত ভালো বীজ ব্যবহার করা যাবে ফসলের উৎপাদন তত বাড়বে। যেহেতু এই প্রকল্পের মাধ্যমে প্রতি উপজেলায় নতুন নতুন বীজব্যবসায়ী তৈরি করার সুযোগ আছে। তাই বীজশিল্পকে আরো উন্নয়ন করা চাই। তা বাস্তবায়ন হলে স্থানীয়ভাবে বীজের সংকট থাকবে না।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS