নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে জলবায়ুসহিষ্ণু স্মার্ট কৃষি প্রযুক্তি প্রয়োগ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে বিসিসিপি, উইনরক ইন্টারন্যাশনাল এবং আভাসের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান। কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশিক ইকবাল, ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের কনসালটেন্ট ড. মাঝহারুল আজিজ, আগৈলঝড়ার উপজেলা কৃষি অফিসার পিযুষ রায়, মুলাদীর উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, উইনরক ইন্টারন্যাশনালের লাইভলিহুড অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মো. জহিরুল ইসলাম, অ্যাসোসিয়েশন অব ভলানটারী অ্যাকশন ফর সোসাইটির (আভাস) নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস এবং সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান মিলে ১৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বরিশাল অঞ্চলের কৃষি অনেকটাই চ্যালেঞ্জিং। জলবায়ু পরিবর্তনের কারণে এখানে বন্যা, খরা, লবণাক্ততার আধিক্য রয়েছে। তাই এসব প্রতিকূলতা মানিয়ে নিয়ে আমাদের কাজ করতে হবে। এজন্য এমন লাগসই প্রযুক্তি দরকার যা ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরো এগিয়ে নেয়া যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS