বরিশালে গ্রামীণ পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Details
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে গ্রামীণ পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য বারি উদ্ভাবিত বসতবাড়িভিত্তিক মডেল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ জুলাই) শহরতলীর রহমতপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের হলরুমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সরেজমিন গবেষণা বিভাগ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষ অতিথি ছিলেন ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ছালে উদ্দিন, এফএওর রেইনস প্রজেক্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সানতোনু আবি, এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। সভাপতিত্ব করেন বারির সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাযহারুল আনোয়ার।