Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরিশালে কৃষি রূপান্তরে দক্ষ যোগাযোগের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): তথ্যউপাত্ত থেকে সংলাপ: কৃষি রূপান্তরে দক্ষ যোগাযোগ এবং উপস্থাপনের ভূমিকা বিষয়ক দিনব্যাপি সেমিনার ১৫ মে  বরিশালের কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান। সভাপতিত্ব করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার।

কৃষি তথ্য সার্ভিস আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো. মামুন-অর-রশিদ এবং বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনার প্রকল্পের ফরিদপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার হাফিজ হাসান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বরিশালে উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, বরগুনার উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ^াস, ঝালকাঠির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, ভোলার জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ, ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি, পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক এইচ এম শামীম, ভোলার অতিরিক্ত উপপরিচালক এএফএম শাহাবুদ্দিন প্রমুখ। সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি বলেন, কৃষি বিজ্ঞানী, গবেষক এবং সম্প্রসারণবিদ থেকে প্রাপ্ত কৃষি তথ্যপ্রযুক্তি সহজতরভাবে কৃষককের কাছে পৌঁছে দেওয়াই কৃষি তথ্য সার্ভিসের কাজ। আর এগুলো প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার মাধ্যমে বাস্তবায়ন করা হয়। তাই যোগাযোগ ব্যবস্থা যত শক্তিশালী হবে, কৃষকরাও তত বেশি উপকৃত হবেন।

অনুষ্ঠান শেষে মাসিক কৃষিকথা পত্রিকার গ্রাহক সংগ্রহের অনন্য অবদানের জন্য ৫ জন কর্মকর্তাকে ধন্যবাদপত্র এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন- ডিএই ভোলার অতিরিক্ত উপপরিচালক এএফএম শাহাবুদ্দিন, বাবুগঞ্জের সাবেক উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, হিজলার উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, কাঠালিয়ার সাবেক উপজেলা কৃষি অফিসার তানজিলা আহমেদ এবং ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ।

Images
Attachments
Publish Date
17/05/2025
Archieve Date
16/05/2026