Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরিশালে কৃষি বিভাগের বর্ষবরণ
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি বিভাগের বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৪ এপ্রিল নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিএইর উপপরিচালক মোসাম্মৎ মরিয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএইর অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মেহের মালিকার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেইন্স প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. তাজুল ইসলাম, ডিএইর অতিরিক্ত উপপরিচালক মো. রেজাউল হাসান, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক, কষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যের একটি দিন। যদি দেশপ্রেমের চোখ দিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই দিনটির গুরুত্ব কতটুকু। তাই পুরো বছরটি যেন সবাই মিলে শান্তিতে কাটাতে পারি আল্লাহর নিকট এমনই প্রার্থনা জানাই। একই সাথে পেছনের গøানিগুলো মুছে যাক আর জাগ্রত হোক নতুন সম্ভাবনা।

Images
Attachments
Publish Date
16/04/2025
Archieve Date
15/04/2026