Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরিশালে কৃষিসিনেমা কুইজ প্রতিযোগিতার উদ্বোধন
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ (১১ ডিসেম্বর) কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে জেলার বাবুগঞ্জ উপজেলার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) হলরুমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন এটিআইর অধ্যক্ষ মো. সাইদুর রহমান। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। ইউএসএআইডি এবং সিমিট বাংলাদেশের সিসা-এমইএ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই সিনেমা প্রদর্শনে বিশেষ অতিথি ছিলেন সিমিট বাংলাদেশের ফিল্ড অফিস ম্যানেজার হীরা লাল নাথ।

কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সমম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. শহিদুল ইসলাম, সিমিট বাংলাদেশের গবেষণা ও উন্নয়ন সমন্বয়কারী মোহাম্মদ শহীদুল ইসলাম, কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী রামিশা রহমান আঁখি, মো. কামরুল ইসলাম প্রমুখ।

পরে ৮ জন কুইজবিজয়ীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলেন- ৬ষ্ঠ সেমিস্টারের আহমেদ রিসান, ৪র্থ সেমিস্টারের সেতু সমাদ্দার, ৬ষ্ঠ সেমিস্টারের দোলা আক্তার, ২য় সেমিস্টারের নিথুন হাওলাদার, ৬ষ্ঠ সেমিস্টারের সাদিয়া আফরিন , ৬ষ্ঠ সেমিস্টারের সন্দীপন সমাদ্দার, ৬ষ্ঠ সেমিস্টারের সুমাইয়া আফরিন ও ৬ষ্ঠ সেমিস্টারের প্রদীপ রায়। অনুষ্ঠানে দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি বলেন, কৃষি প্রযুক্তি সম্প্রসারণে চলচিত্র প্রদর্শন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এক্ষেত্রে শোনা এবং দেখা একই সাথে হয়। ফলে প্রযুক্তি সহজেই মনে রাখা যায়। শিখনীয় এই প্রক্রিয়াটি পরিক্ষীত। এর সাথে কুইজ প্রতিযোগীতা এ প্রদর্শনকে আরো আকর্ষণীয় করে তোলে।

Images
Attachments
Publish Date
12/12/2024
Archieve Date
12/12/2026