নাহিদ বিন রফিক (বরিশাল): ‘ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ’ এই শ্লোগানের মধ্য দিয়ে আজ (17 A‡±vei) বরিশালে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলার উপপরিচালক মো. মুরাদুল হাসান। জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়মের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রেজাউল হাসান, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মুসা ইবনে সাঈদ, মির্জাগঞ্জের উপজেলা কৃষি অফিসার মো. আরাফাত হোসেন, হিজলার উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, কৃষক এস এম রহমান প্রমুখ।
সভায় ইঁদুরের ক্ষতিকর দিক এবং এদের দমন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, ইঁদুর বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য নষ্ট করে, যা অর্ধকোটি মানুষের এক বছরের খাবার যোগান দেয়া সম্ভব। এছাড়া প্লেগ, জন্ডিসসহ ৬০ ধরনের রোগ ছড়ানোর পেছনে ইঁদুর দায়ী।
অনুষ্ঠান শেষে ইঁদুর নিধনে অবদানের জন্য ৬ জন কৃষক, ৩ জন উপসহকারি কৃষি কর্মকর্তা এবং প্রতিষ্ঠান হিসেবে মির্জাগঞ্জ কৃষি অফিসকে পুরস্কার প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS