Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরিশালে ইঁদুর নিধন অভিযানে অঞ্চল পর্যায়ের পুরস্কার বিতরণ
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে অঞ্চলপর্যায়ের পুরস্কার বিতরণ করা হয়েছে।  ৭ নভেম্বর নগরীর কৃষি তথ্য সার্ভিসের হলরুমে ডিএইর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক।

বরিশালের উপপরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, বরিশালের অতিরিক্ত উপপরিচালক মো. রেজাউল হাসান, পাথরঘাটার উপজেলা কৃষি অফিসার শিশির কুমার বড়াল,  পিরোজপুর সদরের উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ, গলাচিপার উপসহকারি কৃষি কর্মকর্তা নরোত্তম বিশ্বাস, গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপনা রানী চক্রবর্তী প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ক্ষতিকর প্রাণীর মধ্যে ইঁদুরের স্থান সবার উপরে। শুধু শস্য নয়, যেকোনো কিছু কেটেকুটে নষ্ট করে। তাইতো এদের জাতীয় শত্রু বলা যায়। অনুকূল পরিবেশ পেলে এদের এক জোড়া ইঁদুর বছরে প্রায় ৩ হাজার বাচ্চা দিতে সক্ষম। তাই ভয়াবহতার হাত থেকে রক্ষা পেতে ইঁদুর দমন জরুরি। এজন্য দরকার সম্মিলিত অংশগ্রহণ। তবেই এদের নিয়ন্ত্রণ সম্ভব।

অনুষ্ঠান শেষে ইঁদুর নিধনের অবদানস্বরূপ ১১ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাদের মধ্যে ৬ জন কৃষক, ৩ জন উপসহকারি কৃষি কর্মকর্তা এবং দুইটি প্রতিষ্ঠান। এতে অর্ধশতাধিক অংশগ্রণকারী উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
08/11/2022
Archieve Date
07/11/2023