নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে মুগডাল চাষে বিনা উদ্ভাবিত জৈব ছত্রাকনাশক ব্যবহার সম্প্রসারণ বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল উপজেলার পাংশায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. আব্দুল মালেক, একই প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিদ্দিকুর রহমান, জৈব ছত্রাকনাশকের গবেষণা উন্নয়ন, ফরমুলেশন এবং কৃষক পর্যায়ে সম্প্রসারণ কর্মসূচির পরিচালক ড. মাহবুবা কানিজ হাসনা এবং উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা ।
প্রধান অতিথি ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, মুগডাল আবাদে জৈব ছত্রাকনাশক ব্যবহার করলে ফসলে রোগব্যাধি কম হয়। ফলন হয় আশানুরূপ। পরিবেশও থাকে অনুকূলে। এতে কৃষকরা বেশ লাভবান হন। তাই এর প্রয়োগে চাষিদের উৎসাহিত করতে হবে। মাঠদিবসে অর্ধশতাধিক কিষাণ-কিষাণী অংশগ্রহণ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS