Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরিশালের বাবুগঞ্জে বিনা ধান২০’র শস্যকর্তন
Details


নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনা ধান২০’র শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  ১৪ নভেম্বর জেলার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়ায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে (বিনা) এই মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

মাঠ দিবসে প্রধান অতিথি বলেন, বিনা উদ্ভাবিত এই জাতটি দক্ষিণাঞ্চলের জন্য যথেষ্ট সম্ভাবনাময়। এটি জিঙ্কসমৃদ্ধ ধান। ফলনও হয় ভালো। তাই এর আবাদ বাড়ানো দরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. ইকরাম-উল-হক, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার এবং বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোহা. আব্দুর রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা বরিশালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।

মাঠ দিবসে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদ আল নূর প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

Images
Attachments
Publish Date
17/11/2024
Archieve Date
16/11/2025