নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনাসরিষা-৯ এবং বিনাসরিষা-১১’র চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি উপজেলার ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ড. মো. মোহাম্মদ আশিকুর রহমার, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোহা. আব্দুর রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, ফার্ম ম্যানেজার মৃনাল কুমার শীল, কৃষক মো. কবির হোসেন প্রমুখ। মাঠ দিবসে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশে ভোজ্যতেলের ঘাটতি পূরণের জন্য বিদেশ হতে আমদানী করতে হয়। এতে প্রচুর পরিমাণে অর্থের খরচ হয়। অথচ সরিষার আবাদ বাড়িয়ে তেলের চাহিদার অনেকাংশেই পূরণ করা সম্ভব। একই সাথে বৈদেশিক মুদ্রারও সাশ্রয় করা যায়। এ লক্ষ্যে দক্ষিণাঞ্চলে স্বল্পকালিন আমনের জাত ব্যবহার করে পরবর্তীতে অন্যান্য তেল ফসলের পাশাপাশি বিনাসরিষা-৯ এবং বিনাসরিষা-১১ চাষ করা যায়। এরপর পরবর্তী ফসল আবাদ করা যাবে। এর মাধ্যমে এই অঞ্চলের শস্যনিবিড়তা বাড়বে। কৃষকের জীবনমানের হবে উন্নয়ন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS