নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনাসরিষা-১১’র চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ উপজেলার রাকুদিয়ায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান, অতিরিক্ত উপপরিচালক ফাহিমা হক এবং উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা। বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মো. আরিফুল ইসলাম, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, প্রদর্শনী চাষি এনায়েত করিম লিটু প্রমুখ।
প্রধান অতিথি ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, ভোজ্যতেলের শতকরা ৮০ ভাগ বিদেশ হতে আমদানি করতে হয়। এর টাকার পরিমাণ ২৫ থেকে ২৮ হাজার কোটি। যা দিয়ে পদ্মার মতো আরেকটি সেতু করা যায়। তাই তেলের আমদানিনির্ভরতা কমাতে এর উৎপাদন বাড়ানো দরকার। একই সাথে প্রয়োজন সরিষার তেলে ফিরে যাওয়া। তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। আর তা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব। মাঠ দিবসে অর্ধশতাধিক কিষাণ-কিষাণী অংশগ্রহণ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS