নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বারি মুগ-৬’র মাঠদিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৬ মে উপজেলার চাঁদপাশায় বৃহত্তর বরিশাল ও ফরিদপুর অঞ্চলের ডাল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আায়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ড. মো. ছালেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু এবং ডিএই বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বারি মুগ-৬ একটি ভালো জাত। এর ফলন হেক্টর প্রতি ১ দশমিক ৭ টন (প্রায়)। ডালের বাজারদর ১২০-১৪০ টাকা। যে কারণে এটি উচ্চমূল্যের ফসলের অন্তর্ভুক্ত। এ জাতের শস্য চাষ করলে কৃষকের আয় বৃদ্ধি পাবে। পাশাপাশি মানুষের পুষ্টির ঘাটতি পুরণ হবে। এছাড়া এর আলাদা বৈশিষ্ট্যও আছে। কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। কিছু অনুপুষ্টি রয়েছে। সে সাথে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই এর আবাদ বাড়ানো দরকার।
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রাজি উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, প্রদর্শনীচাষি মো. মনিরুল ইসলাম, কৃষক মো. রফিকুল ইসলাম, কিষাণী মায়া বেগম প্রমুখ।
মাঠদিবসে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকসহ দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য ৩.৫ একরের প্রদর্শনীপ্লটের জন্য ৪০ কেজি মুগের বীজ, সুষম সার এবং জৈব বালাইনাশক কৃষকদের বিনামুল্যে দেয়া হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS