Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরিশালের বাকেরগঞ্জে বারি সরিষা-১৪ আবাদ বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাকেরগঞ্জে বারি সরিষা-১৪ আবাদ বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ উপজেলার পশ্চিম চরাদিতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই মাঠদিবসের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মো. মুরাদুল হাসান।

উপজেলা কৃষি অফিসার সুনীতি কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, জেলা বীজ প্রত্যয়ন অফিসার সনজীব মৃধা, অতিরিক্ত উপপরিচালক (শস্য) রেজাউল হাসান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) ফাহিমা হক, কৃষি সম্প্রসারণ অফিসার মো. তৌফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমন ধান কাটার পর জমি ফেলে না রেখে দক্ষিণাঞ্চলের কৃষকরা এখন উন্নত জাতের সরিষা আবাদ করছেন। এতে দুই ফসলের জমি তিন ফসলের আওতায় চলে আসছে। দুই ধানফসলের পাশাপাশি উৎপাদিত সরিষা দিয়ে কৃষকের পারিবারিক চাহিদা মেটানো হচ্ছে। বাড়তি অংশ বিক্রি করছেন ভোক্তার কাছে। এধারা চলমান থাকলে আগামী তিন বছরের মধ্যে তেলফসলের উৎপাদন শতকরা ৪০ ভাগ বেড়ে যাবে। ফলে ভোজ্যতেলের আমদানি কমবে আশানুরূপ পর্যায়। আর বৈদেশিক মুদ্রার হবে সাশ্রয়।

মাঠদিবসে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

Images
Attachments
Publish Date
06/03/2023
Archieve Date
05/03/2024