Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরিশালের উজিরপুরে শস্যকর্তন ও কৃষক মাঠদিবস অনুষ্ঠিত
Details


নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের উজিরপুরে ব্রি ধান-৫২’র শস্যকর্তন ও কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর উপজেলার শিকারপুরে মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে এই মাঠদিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন।

উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মুন্ডুপাশা কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি মো .ফজলুল হক প্রমুখ।



প্রধান অতিথি বলেন, আশানুরুপ ফসল উৎপাদনে জমিতে সুষম সার প্রয়োগ করা জরুরি। এজন্য মাটি পরীক্ষা করে সার ব্যবহার করতে হবে। এতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টির সরবরাহ হয়। সারের অপচয় কমে। ফলে উৎপাদন খরচ হ্রাস পায়। অনুষ্ঠানে অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

Images
Attachments
Publish Date
12/12/2022
Archieve Date
11/12/2023