Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরগুনায় তেলফসল চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করলেন জেলা প্রশাসক
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনায় তেলফসল চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ২ জুন শহরের খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিএইর উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. ইকবাল হোসেন এবং অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সিএম রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে তেলফসলের উৎপাদন বাড়াতে হবে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। আর তা সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন সম্ভব।

তেলফসল আবাদে অনন্য অবদানের জন্য বরগুনা জেলার ৫ জন কৃষককে পুরস্কৃত করা হয়। তারা হলেন- আমতলী উপজেলার ঝরনা বেগম ও জয়দেব চন্দ্র গোমস্তা, বরগুনা সদরের আকলিমা বেগম, তালতলীর আলামিন এবং বেতাগীর মো. রুহুল আমিন মৃধা।

Images
Attachments
Publish Date
03/06/2025
Archieve Date
02/06/2026