Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বরগুনার পাথরঘাটায় ব্রি উদ্ভাবিত বোরো ধানের মাঠদিবস অনুষ্ঠিত
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনার পাথরঘাটায় ব্রি উদ্ভাবিত বোরো ধানের মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এই মাঠদিবসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রির ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয়লাল বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলার কৃষি অফিসার মো. শওকত হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা তমালিকা সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সায়েম, কৃষক মোহাম্মদ রাসেল প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

মাঠদিবসে প্রধান অতিথি বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে ধানের উৎপাদন বাড়ানো দরকার। আর তা বাস্তবায়নে উচ্চফলনশীল ইনব্রিড এবং হাইব্রিড জাত রাখতে পারে বিরাট ভূমিকা। ব্রি উদ্ভাবিত বেশ কিছু ধান জাত রয়েছে, যেগুলো স্থানীয় জাতের তুলনায় কয়েকগুণ বেশি ফলন পাওয়া যায়।

অনুষ্ঠানে আগে পার্টনার প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর নমুনাশস্য কর্তন করা হয়। এর মধ্যে ব্রি হাইব্রিড ধান৩’র ফলন.হেক্টরপ্রতি ৮.২টন, ব্রি হাইব্রিড ধান৫’র ফলন.হেক্টরপ্রতি ৮টন এবং ব্রি হাইব্রিড ধান৮’র ফলন হয়েছে ৮.৫টন।

Images
Attachments
Publish Date
21/05/2024
Archieve Date
20/05/2025