Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ফরিদপুরে ডিএইর রাজস্ব কার্যক্রমের কর্মপরিকল্পনা বিষয় ককর্মশালা অনুষ্ঠিত
Details

 

নাহিদ বিন রফিক (বরিশাল): ফরিদপুরে চলতি বছরে ডিএইর রাজস্ব বিভিন্ন কার্যক্রম এবং ফসলের জাতভিত্তিক কর্মপরিকল্পনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে শহরের খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএই সদর দপ্তরের ক্রপস উইং-এর পরিচালক স্বপন কুমার খাঁ।

দিনব্যাপী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. হারুন - অর-রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষিকে এগিয়ে নিতে আমাদের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। এজন্য আধুনিক যন্ত্রের ব্যবহার ব্যবহার বাড়ানো দরকার। সেইসাথে প্রয়োজন পুষ্টি নিরাপত্তায় কাজ করা।

কর্মশালায় জেলা এবং উপজেলার পক্ষ হতে রাজস্ব প্রকল্পের বিভিন্ন কার্যক্রম স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশন করা হয়। এতে কৃষি মন্ত্রণালয়ের আওতায়ধীন বিভিন্ন দপ্তরের ৭২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Images
Attachments
Publish Date
17/05/2023
Archieve Date
16/05/2024