নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালী সদরে কৃষকের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার গাবুয়ায় কৃষকের বসতবাড়ির উঠানে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চলনায় অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন দুধলমৌ আরশেদ আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন হাওলাদার, জেলা কৃষক লীগের সহ সভাপতি নূরে আলম জলীল, কৃষক মো. তৈয়ব আলী মাতুব্বর প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ই.কৃষি সেবা এখন কৃষকের দ্বারপ্রান্তে। এর মাধ্যমে ঘরে বসেই তারা ফসলের উন্নত প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন। তাই স্মার্ট কৃষির বিনির্মাণে কৃষকদের এগিয়ে আসতে হবে সবার আগে। এর মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন হবে। দেশ হবে সম্পদশালী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS