Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
পটুয়াখালীতে বিনা উদ্ভাবিত ফসলের জাত পরিচিতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীতে বিনা উদ্ভাবিত ফসলের জাত পরিচিতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ  (৩০ ডিসেম্বর) খামারবাড়িতে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ( বিনা) উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. নজরুল ইসলাম।

বিনার গবেষণা কর্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমীন, উদ্ভিদ দেহতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আকতার এবং ডিএই পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো.খায়রুল ইসলাম মল্লিক। বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনা বরিশাল উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদ আল নূর প্রমুখ। প্রশিক্ষণে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. নজরুল ইসলাম বলেন, পটুয়াখালীর জন্য বিনামুগ-৮, বিনাচিনাবাদাম-৪ এই জাত দু’টি যথেষ্ট উপযোগী। এছাড়া অন্য ফসলের জাতগুলোও চাষে সম্ভবনা রয়েছে। তাই ফসলের উৎপাদন বাড়াতে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল জাত সম্প্রসারণ করা দরকার। আর মাঠে ব্যবহার করলে কৃষকরা অনেক লাভবান হবেন।

Images
Attachments
Publish Date
31/12/2024
Archieve Date
30/12/2026