নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠি সদরে তেলজাতীয় ফসল বিষয়ক তিনদিনের কৃষক প্রশিক্ষণ ১৮ মে শেষ হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিসের হলরুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উদ্যোগে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার মো. আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের সহকারি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি, সদরের কৃষি সম্প্রসারণ অফিসার খাদিজা, কৃষক মো. রুম্মান হোসনে প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সারাদেশে এবার তেলফসলের আবাদ এবং উৎপাদন উভয়ই বেড়েছে। আগামীতে আরো বৃদ্ধি পাবে। তাই ফসল উৎপাদনে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কৃষিসংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই তেলের আমদানি নির্ভরতা অনেকাংশে কমে যাবে। এমনকি বাংলাদেশকে একদিন এনে দিবে তেলফসলে স্বয়ংসম্পূর্ণতা। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিনামূল্যে পাওয়ার থ্রেসার বিতরণ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS