Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ঝালকাঠির রাজাপুরে গমফসলের মাঠ দিবস অনুষ্ঠিত
Details


নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির রাজাপুরে গমফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ রাজাপুর সরকারি কলেজমাঠে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।

উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রিফাত সিকদার এবং অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা,ঝালকাঠি, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার মো. তৌহিদ, রাজাপুরের অতিরিক্ত কৃষি আফিসার মেহেরুন্নেছা পাপড়ি, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোস্তাফিজুর রহমান, কৃষক মো. আবু মিয়া প্রমুখ। মাঠ দিবসে অর্ধ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি পার্টনার ফিল্ড স্কুলসহ উপজেলার বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শন করেন।

মাঠ দিবসে প্রধান অতিথি বলেন, আমাদের জন্য গম দ্বিতীয় দানাশস্য। তাই ধানের পাশাপাশি এর উৎপাদন বাড়ানো দরকার। তবে দক্ষিণাঞ্চলে সব ধরনের জাত ব্যবহার ঠিক হবে না। এক্ষেত্রে বারি গম-৩৩ বেশ উপযোগী। কারণ, এটি তাপসহিষ্ণু। ফলন ভালো। রোগ-ব্যাধিও কম হয়। তাই এই জাত ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।

Images
Attachments
Publish Date
05/03/2025
Archieve Date
04/03/2026