Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ঝালকাঠিতে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠিতে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শহরের খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

অতিরিক্ত উপপরিচালক মো. রিফাত সিকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয়লাল বিশ্বাস, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রতন কুমার গনপতি, রাজাপুরের উপজেলা অফিসার রিয়াজ উল্লাহ বাহাদুর, কাঠালিয়ার উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম, ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার সুলতানা আফরোজ, রাজাপুরের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার আলী আহমদ প্রমুখ।

সভায় চলতি মৌসুমে ফসলের আবাদ বাড়ানো এবং রবি মৌসুমের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পতিত জমি চাষের আওতায় আনার করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়। এর আগে এসএসিপি প্রকল্পের সমন্বয় সভা সম্পন্ন হয়। সভায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Attachments
Publish Date
15/09/2022
Archieve Date
14/09/2023