নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শহরের খামারবাড়িতে ডিএই জেলা অফিসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো. মনিরুল ইসলাম।
অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রিফাত শিকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি, নলছিটির উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন, রাজাপুরের উপজেলা কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজ, ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার আলী আহমেদ, কাঠালিয়ার উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের ১৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতি বলেন, চলতি মৌসুমে আমনের উৎপাদন যেন আশানুরূপ হয়। সে লক্ষ্যে কৃষকদেরকে দেয়া প্রযুক্তিগত পরামর্শ আরো বেগবান করা চাই। একই সাথে রবি মৌসুমে ফসল আবাদের পূর্ব প্রস্তুতি নেয়ার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। আর তা মাঠে বাস্তবায়ন হলে দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে যথেষ্ট সহায়ক হবে ইনশাআল্লাহ।
সভায় মাসিক কৃষিকথা পত্রিকা বাবদ ঝালকাঠি সদরের ১৫০, রাজাপুরের ১২০ এবং নলছিটির ১০০ জন গ্রাহকের অর্থ জমা দেয়া হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS