Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
গতানুগতিক কৃষি ছেড়ে আধুনিকায়ন করা দরকার- মাদারীপুরে কৃষি সচিব
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, গতানুগতিক কৃষি ছেড়ে আধুনিকায়ন করা দরকার। এজন্য নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে। এগুলো মাঠে প্রয়োগ করলে কৃষি অবশ্যই অধিক লাভজনক হবে। আর আপনাদের মাধ্যমেই তা সারাদেশে ছড়িয়ে যাবে।

তিনি ৪ জানুয়ারি মাদারীপুর হর্টিকালচার সেন্টারে কৃষি উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএইর মহাপরিচালক মো. ছাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত কৃষি সচিব মো. জাকির হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আকন্দ, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী প্রফেসর ড. এম এ রহিম এবং মাদারিপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।

অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের অতিরিক্ত পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ, ডিএই মাদারীপুরের উপপরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ, মাদারীপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক আসুতোষ দাস অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্ধশতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

Images
Attachments
Publish Date
06/01/2025
Archieve Date
05/01/2026