Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কলাপাড়ায় পাট ও কেনাফের চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ
Details

নাহিদ বিন রফিক (বরিশাল) : পটুয়াখালীর কলাপাডায় বিজেআরআই উদ্ভাবিত পাট ও কেনাফের চাষ সম্প্রসারণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ উপজেলার পাখিমারায় অবস্থিত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) উপকেন্দ্রের উদ্যোগে এর ক্যাম্পসে এই কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনু বিভগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু।

বিজেআরআইর খামার ব্যবস্থাপনা শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর রনজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর সালাহউদ্দিন আহমেদ এবং পটুয়াখালীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন, পাট গবেষণা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ আফলাতুন কবির হিমেল, বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল বাক্কী প্রমুখ।

প্রশিক্ষণে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উপকূলীয় এলাকায় পতিত জমিতে পাট চাষ রয়েছে বিশাল সম্ভাবনা। উন্নতমানের পাট আবাদ করলে কৃষকরা লাভবান হবেন পাশাপাশি জমির উর্বরতা বৃদ্ধি পাবে। পরিবেশ থাকবে অনুকূলে।

Images
Attachments
Publish Date
15/03/2025
Archieve Date
14/03/2026