নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল সদরে কৃষকের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ০৯ জুন উপজেলার দিয়াপাড়ায় কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিয়াপাড়া কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি মো. জহিরুল ইসলাম, কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। তাই উন্নত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তিনি আরো বলেন, খাদ্য উৎপাদনে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে। আমরা সবসময় কৃষকদের পাশে আছি। সমন্বিত প্রচেষ্টার কৃষি এগিয়ে যাবে; হবে আরো সমৃদ্ধ; দেশ হবে সম্পদশালী।
অনুষ্ঠানে বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ শক্তিশালীকরণের মাধ্যমে ই.কৃষি বিস্তার কর্মসূিচর আওতাধীন ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS