নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিএআরআই উদ্ভাবিত তিলের জাত বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। ০৩ জুন বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (আরএআরএস) এই মাঠদিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. দিলোয়ার আহমদ চৌধুরী এবং ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু ।
আরএআরএস’র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহমুদুল হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম প্রমুখ ।
মাঠ দিবসে প্রধান অতিথি বলেন, তেলজাতীয় ফসলের মধ্যে তিলের উৎপাদিত তেল শরীরের জন্য উপকারী। রয়েছে নানান ধরনের ভেষজগুণ। তাই ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে অন্যান্য তেলফসলের পাশাপাশি তিলের আবাদ বাড়াতে হবে। বারি উদ্ভাবিত বেশ কয়েকটি তিলের জাত রয়েছে। এগুলোর উৎপাদন তুলনামূলক বেশি। তাই কৃষকরা চাষে লাভবান হবেন। মাঠ দিবসে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS