Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
পিরোজপুরের কাউখালীতে মাটি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Details

নাহিদ বিন রফিক (বরিশাল): পিরোজপুরের কাউখালীতে মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই উপজেলার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের হলরুমে এসআরডিআই’র বিভাগীয় গবেষণাগারের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম আকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআরডিআইর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সোমা রাণী দাস এবং চিরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. লাইকুজ্জামান মিন্টু তালুকদার। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসআরডিআইর বৈজ্ঞানিক কর্মকর্তা সানজিদা আক্তার, স্থানীয় ইউপি সদস্য খাদিজা বেগম, কৃষক মৃণাল কান্তি দাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ফসল উৎপাদনের ধারাবাহিকতা রক্ষার জন্য মাটির স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম। তাই এর উৎপাদনশীলতা ধরে রাখতে জমিতে সুষমহারে সার দিতে হবে। এতে শস্যের আশানুরূপ ফলন পাওয়া যাবে। ফলে কৃষকরা চাষে আরো উৎসাহিত হবেন।

প্রশিক্ষণে গোপালগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের (এসআরডিআই অংঙ্গ) আওতাধীন ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।

Attachments
Publish Date
19/07/2023
Archieve Date
18/07/2024