Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবার তালিকা
বিস্তারিত

সেবার তালিকা

. প্রিন্ট মিডিয়া:

১.১ সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ‍ুকৃষি বিষয়ক মাসিক পত্রিকা ‘কৃষিকথা’র গ্রাহক করা হয়।

১.২ কৃষি তথ্য ও প্রযুক্তি সম্বলিত খবরভিত্তিক মাসিক বিভাগীয় বুলেটিন ‘সম্প্রসারণ বার্তা’ কৃষি সংশ্লিষ্ট সরকারি বেসরকারি অফিসে বিনামূল্যে বিতরণ করা হয়।

. কৃষি তথ্য সার্ভিস’র সদর দপ্তর থেকে প্রকাশিত ‘কৃষি ডাইরি’ সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়।

১.৪ কৃষি তথ্য সার্ভিসসহ কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর সংস্থা কর্তৃক সরবরাহকৃত যাবতীয় প্রকাশনা সামগ্রী যেমন- বই, বুকলেট, জার্নাল, প্রতিবেদন, পোস্টার, লিফলেট, ফোল্ডার, স্টিকার সংস্থাটির আঞ্চলিক অফিস থেকে বিনামূল্যে বিতরণ করা হয়

ইলেকট্রনিক মিডিয়া:

২.১ বাংলাদেশ বেতার, বরিশাল কেন্দ্র থেকে প্রতিদিন সন্ধ্যা ৬:০৫ ঘটিকায় কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান ‘চাষবাস’ সম্প্রচারিত হয়।

২.২ বরগুনা জেলার আমতলী উপজেলাস্থ কৃষি রেডিও-এফএম ৯৮.৮ থেকে প্রতিদিন সকাল, দুপুর ও সান্ধ্যকালীন মিলিয়ে মোট ৮ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।

২.৩ কৃষি তথ্য সার্ভিস’র ব্যবস্থাপনায় বাংলাদেশ টেলিভিশনে প্রতিদিন সকাল ৭টা ১৫মিনিটে কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘বাংলার কৃষি’ উপভোগ করতে পারেন।

২.৪ সিনেমা ভ্যানের মাধ্যমে কৃষি তথ্য ও প্রযুক্তিভিত্তিক ফিল্ম, ফিলার, ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

. আইসিটি (-কৃষি)

. বরিশাল অঞ্চল’র ৪৪ (চুয়াল্লিস) টি আইপিএম/আইসিএম ক্লাবে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র   (এআইসিসি) পরিচালনার মাধ্যমে কৃষি তথ্য ও প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান করা হয়।

. বরিশাল আঞ্চলিক অফিসে ২৫টি কম্পিউটার সম্বলিত আইসিটি ল্যাব স্থাপন করা হয়েছে। এখানে কর্মকর্তা, কর্মচারি ও এআইসিসি সদস্যদের তথ্য প্রযুক্তির ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

. কৃষি তথ্য সার্ভিস ও প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের যৌথ উদ্যোগে সদর দপ্তরে স্থাপন করা হয়েছে ‘কৃষি কল সেন্টার’। ১৬১২৩ নম্বরে কল করে এ সেন্টার থেকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সমস্যার সমাধান পাওয়া যায়।