Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বরিশালে মুগফসলে বিনার জৈব ছত্রাকনাশক ব্যবহার বিষয়ক মাঠদিবস
বিস্তারিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে মুগফসলে বিনার জৈব ছত্রাকনাশক ব্যবহার বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে বিকেলে উপজেলার ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. ইকরাম উল হক এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবা কানিজ হাসনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান , বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রতন কুমার গনপতি। মাঠদিবসে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

মাঠদিবসে প্রধান অতিথি বলেন, কোনো রাসায়নিক কীটনাশক ফসলের ভালো ফল বয়ে আনে না। এতে জলজপ্রাণী ধবংস হয়। সেই সাথে পরিবেশকে করে দূষণ। তাই ক্ষতিকর রোগ ও পোকা দমনে আমাদের এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে অনিষ্টকারী পোকা মারা যায় আবার উপকারী পোকারও কোনো ক্ষতি না হয়। এক্ষেত্রে জৈব বালাইনাশক হচ্ছে উত্তম ব্যবস্থা ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
14/05/2024
আর্কাইভ তারিখ
13/05/2025