Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বরিশালে ব্রি ধান১০৩’র শস্যকর্তন
বিস্তারিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে ব্রি ধান১০৩’র শস্যকর্তন করা হয়েছে। ২৩ নভেম্বর নগরীর চরবদনা ফার্মে বাংলাদেশ ধান গবেষাণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মাদ খালেকুজ্জামান।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ব্রি ধান১০৩ আমনের একটি নতুন জাত। এর হেক্টরপ্রতি ফলন প্রায় সাড়ে ৬ টন। জীবনকাল ১২৮ থেকে ১৩০ দিন। ধানগাছ বাতাসে সহজে হেলে পড়ে না। রোগ-পোকাও কম হয়। তবে এ জাতের ধান চাষের জন্য উঁচু এবং মাঝারী উঁচু জমিকে বেছে নিতে হবে। কৃষকের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো নতুন জাত উদ্ভাবন হলে আপনারা সাধারণত না দেখে গ্রহণ করতে চান না। এবার মাঠে এসে নিজ চোখে দেখলেন। আশা করি, আগামী বছরগুলোতে আপনারা নিশ্চয়ই এ জাতের ধান চাষে উৎসাতি হবেন। এভাবেই ছড়িয়ে যাবে সারাদেশে।

মাঠ দিবসে সভাপতিত্ব করেন ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, ডিএইর জেলা প্রশিক্ষণ আফিসার মোসাম্মৎ মরিয়ম এবং আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন।

মাঠ দিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তুষার চক্রবর্তী, কৃষক মো. মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা রেজওয়ান বিন হাফিজ, বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সায়েম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকসহ অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/11/2024
আর্কাইভ তারিখ
25/11/2025