Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বরিশালে কৃষির প্রকল্প বাস্তবায়নে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
বিস্তারিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্প বাস্তবায়নে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এর নিজস্ব হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএইর পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক ড. ফ. ম. মাহবুবুর রহমান।

ডিএইর অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব রব্বানি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মো. আকরাম হোসেন চৌধুরী, ডিএইর পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের উপপরিচালক (প্রকল্প বাস্তবায়ন) ড. মো. শাখাওয়াত হোসেন শরীফ, পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, পাথরঘাটার উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেন, রাজাপুরের কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। সেমিনারে ডিএই, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, কৃষি তথ্য সার্ভিস, হর্টিকালচার সেন্টার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বিএডিসির শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দক্ষিণের কৃষির চিত্র ভিন্ন। যদিও এখানে প্রকৃতিগত কিছু সমস্যা আছে। তবে রয়েছে যথেষ্ট সম্ভাবনা। তিনি আরো বলেন, কৃষিকে সমৃদ্ধ করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়। আর তা সুষ্ঠু বাস্তবায়নের জন্য সময়মতো কাজ সমাপ্তির পাশাপাশি আর্থিক বিধি-বিধানের প্রতিও গুরুত্ব দিতে হবে। তাহলেই প্রকল্প স্বার্থক হয়। সেমিনারের শুরুতে বিসিএস কৃষির ৪৩ ব্যাচের সদ্য যোগদানকারী ১৯ জন কৃষি সম্প্রসারণ অফিসারকে বরণ ও ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
09/02/2025
আর্কাইভ তারিখ
08/02/2026