নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল মেট্টোপলিটনের কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। অাঝ (৮ ডিসেম্বর) প্রদর্শনীর আওতাভুক্ত কৃষকদের উপকরণ বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. মুরাদুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, বরিশাল মেট্রোপলিটন কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) উত্তম ভৌমিক, মুলাদির উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।
উপকরণ বিতরণকালে উপপরিচালক মো. মুরাদুল হাসান বলেন, ফসলের বীজ এবং রাসায়নিক সার জমিতে উপযুক্ত সময়ে প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি পরিচর্যা এবং রোগপ্রতিরোধ কিংবা প্রতিকারে যেন কোনো অবহেলা না হয়। এগুলো পরিপুর্ণ হলে আশানুরূপ ফলন পাওয়া যাবে।
মেট্রোপলিটন কৃষি অফিসার উত্তম ভৌমিক জানান, চলতি রবি মৌসুমে উপজেলার ২২ জন কৃষকের মধ্যে ১০ জনকে বোরোধান, ১০ জনকে গম এবং ২ জনকে সরিষার প্রদর্শনী দেয়া হয় । প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি হারে উচ্চ ফলনশীল জাতের বীজধান, গমের জন্য ১৫ কেজি এবং সরিষার জন্য বীজ দেয়া হয়েছে ১ কেজি করে। সারের ক্ষেত্রে ধানের জন্য ইউরিয়া ৩৫ কেজি, ডিএপি ২২ কেজি, এমওপি ১৮ কেজি, জিপসাম ১৬ কেজি এবং দস্তা ১ কেজি। গমের জন্য ইউরিয়া ৩২ কেজি, ডিএপি ২৫ কেজি, এমওপি ১৫ কেজি এবং জিপসাম ১৫ কেজি। আর সরিষা চাষে ইউরিয়া ৩৫ কেজি, ডিএপি ২৫ কেজি, এমওপি ১৫ কেজি, জিপসাম ২০ কেজি, বোরন ১.৫ কেজি এবং ১ কেজি দস্তা সার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস