Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বরিশালে উৎপাদন বৃদ্ধিতে কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ উদ্বোধন
বিস্তারিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে উৎপাদন বৃদ্ধিতে কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার বিষয়ক দু’দিনে কৃষক প্রশিক্ষণ আজ (৬ ডিসেম্বর)  শুরু হয়েছে। এ উপলক্ষ্যে নগরীর খামারবড়িতে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এর নিজস্ব হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মসীহুর রহমান। সভাপতিত্ব করেন বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. মুরাদুল হাসান।

কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ডিএই, বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল হাসান ,সারাবাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ভ্রহ্ম, মেহেন্দিগঞ্জের কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি মো. ইউসুফ মোল্লা প্রমুূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আর খোরপোষের কৃষি নয়। এখন হবে বাণিজ্যিকীকরণ। এ জন্য কৃষির প্রযুক্তিগত তথ্য আপনাদের দ্বারে পৌঁছে দেয়া হচ্ছে। তা মাঠে প্রয়োগ করলে নিজেরা লাভবান হবেন। পাশাপাশি দেশও এগিয়ে যাবে।

প্রশিক্ষণে বরিশাল বিভাগের ৬ জেলার ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
07/12/2024
আর্কাইভ তারিখ
06/12/2026